বিরামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপণন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ১৩:৪৪

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের বিরামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান -২০২২ বিরামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

 

১৫ জানুয়ারী শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার,বিরামপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নরেশ মারান্ডী।

 

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.খায়রুল আলম। সংগঠনের এসিপিও কাজল রিবেরু ও প্রোগ্রাম অফিসার চিত্রা চিশিম এর মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ.কে.এম ওয়াহিদুন্নবী, থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো.মশিহুর রহমান প্রমুখ।

 

আলোচনা শেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সংগীত ও নৃত্যশিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়েছেন।

 

যাযাদি/এসআই