চিলমারীতে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ১৬:৩৬

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

 

কুড়িগ্রামের চিলমারীতে ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। প্রতিক বরাদ্দের পর থেকে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ও গণসংযোগ চালাচ্ছেন চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের সদস্যরা। এ সময় ভোটারদের মন জয় করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। একইসঙ্গে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তৈরি গানে মাইকে চলছে প্রচারণা।

 

শনিবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ৩১ জানুয়ারি এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসন ও সাধারণ আসনের থানাহাট ইউনিয়নে মোট ৩০ হাজার ৭৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাণীগঞ্জ ইউনিয়নে মোট ১৮ হাজার ৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চিলমারী ইউনিয়নে মোট ৭ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রমনা ইউনিয়নে মোট ২২ হাজার ৫০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অষ্টমীর চর ইউনিয়নে মোট ১১ হাজার ৮৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

বর্তমানে ওই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেবেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মোট ৩২ জন। এরমধ্যে থানাহাট ইউনিয়নে ৮জন, রাণীগঞ্জ ইউনিয়নে ৮ জন, চিলমারী ইউনিয়নে ৩ জন, রমনা ইউনিয়নে ৯ জন ও অষ্টমীর চর ইউনিয়নে ৪জন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, নির্বাচন নির্বিঘœ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

যাযাদি/ এমডি