বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলে সেজে সাগরে ডাকাতদলের আস্তানায় র‌্যাবের হানা

কক্সবাজার প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২২, ১৮:২০

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৪ জানুয়ারি) গভীর রাতে সোনাদিয়া চ্যানেল থেকে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটককৃতরা হলেন, নেজাম উদ্দিন (২২), মো. সাকিল (২৪), মো. সাজ্জাদ (৩৫), মো. সুজন (২৪), মো. মানিক (৩২) ও ওমর ফারুক (২১)। এরা সকলেই মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ জানান, বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে একদল ডাকাত মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে জেলের ছদ্মবেশ সেজে দ্রুত র‌্যাবের একটি দল সাগরে অভিযানে নামে। দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা অভিযানে চালিয়ে চিহ্নিত ৬ দস্যুকে একটি ট্রলার থেকে তিনটি দেশীয় বন্দুক ও ১১ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে ৪টি মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণ, জেলেদের ওপর হামলা ও লুটপাট চালায় জলদস্যুদের একটি গ্রুপ।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে