​ ডিমলায় অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর উদ্বোধন

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৮

স্টাফ রিপোর্টার, নীলফামারী

 

নীলফামারীর ডিমলায় চলতি অর্থবছরে ১ম পর্যায়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী চালু হয়েছে।

 

শনিবার সকাল ১১টায় ডিমলা সদর ইউনিয়নের কুঠিরডাঙ্গা ৬নং ওয়ার্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বেলায়েত হোসেন মাটি কেটে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এরপর উপজেলার সবকটি ইউনিয়নে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে কার্যক্রম পরিচালিত হয়।

 

উদ্বোধনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা উপসহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

ডিমলা উপজেলায় চলতি অর্থবছরের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (৪০ দিন) কর্মসূচীর আওতায় ১০ টি ইউনিয়নের রাস্তাসহ বিভিন্ন স্থানে মাটি ভরাটের কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২৪৯৯ জন শ্রমিক কাজ করছেন। প্রতিজন শ্রমিক গড়ে চারশত টাকা হারে ৪০ দিনে মোট ষোল হাজার টাকা পাবেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়।

 

 

যাযাদি/ এমডি