বিসিসি কাউন্সিলর কালাম মোল্লাকে জেলহাজতে প্রেরণ

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০২২, ১৯:০৬

বরিশাল অফিস

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

 

শনিবার (১৫ জানুয়ারি) বিকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে একটি ধর্ষণের মামলায় তাকে শুক্রবার (১৪ জানুয়ারি) বরিশালের বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা সূত্রে জানা গেছে, নগরীর মগড়পাড়া এলাকার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন কালাম মোল্লা। ওই ঘটনায় তরুণী বাদী হয়ে শুক্রবার দুপুরে এয়ারপোর্ট থানায় তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর বিকেলেই তাকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

শনিবার বিকাল ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক পলি আফরোজ তাকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এরপর বিশেষ ব্যবস্থায় তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেয় পুলিশ।

 

যাযাদি/ এমডি