বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গৌরনদীতে করোনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২২, ২০:১১

মহামারি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার ভূরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আক্তার (৩৮)। গর্ভাবস্থায় করোনায় আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার দুপুরে তিনি ইন্তোকাল করেন। (ইন্নালিল্লহি....রাজিউন)। শিক্ষিকা শামিমা আক্তার গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজ এর সভাপতি ও বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আবু হানিফের স্ত্রী। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা পূর্বে শনিবার রাতে তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, পিতা-মাতাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকালে উপজেলার ভূরঘাটা গ্রামের স্বামীর বাড়িতে জানাজা শেষে মরহুমার লাশ তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, সাবেক সভাপতি থোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাদিরা আফরিন, উপজেলা সহকারী শিক্ষক সমাজ এর সাধারন সম্পাদ সুদাম পাল, শিক্ষক নেতা এস.এম জাকির হোসেন প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে