বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুর্গম চরাঞ্চলের শীতার্থরা ও পাচ্ছে জেলা পুলিশের শীতবস্ত্র

মানিকগঞ্জ প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৫১

পদ্মার বুকে হরিরামপুরের চরাঞ্চলে শীতার্ত তিন শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে

সোমবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউপি (ইউনিয়ন পরিষদ) কার্যালয় চত্বরে বাংলাদেশ এডুকেশন সাপোর্টিভ অগ্ৰানাইজেশনের (বেসো) সহযোগিতায় মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন) হাফিজুর রহমান, হোসেইন মোহাম্মদ রায়হান (সদর), হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, বেসো ফাউন্ডেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, হরিরামপুরের এই চরাঞ্চল জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা অনেক কম এই শীতে একটি শীতবস্ত্র দিয়ে হলেও তাদের পাশে দাঁড়াতে পারে ভাল লাগছে ইতোমধ্যে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে