বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

​​​​​​​মান্দায় ভূমিহীনদের জমি রক্ষার্থে মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ১৭ জানুয়ারি ২০২২, ২০:৫৩

নওগাঁর মান্দায় বিল উৎরাইল সরকারি পত্তনকৃত ভূমিহীনদের জমি রক্ষার্থে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ভূমিহীনদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

ভারশোঁ ইউনিয়নের নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য সহীদুল ইসলাম চিতলের সভাপতিত্বে ইউপি ভবনের সামনে দুশতাধিক ভুমিহীন নারী-পুরুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে মানববন্ধন প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন

এসময় বক্তব্য রাখেন পৈতাপুকুর আবাসন প্রকল্পের সাবেক সভাপতি সোহরাব হোসেন, আহম্মদ আলী, তাজেবুল ইসলাম, রফিকুল ইসলাম, নুরী বেগম এবং লাইলী বেগম প্রমূখ

বক্তারা বলেন, উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের মহানগর গ্রাম সংলগ্ন বিলে প্রায় ২০০ বিঘা খাস জমি রয়েছে কিন্তু জমির শ্রেণী জলকর তাই পত্তন দেওয়া হয় না শুস্ক মৌসুমে এসব জমি জেগে উঠলেও বর্ষা মৌসুমে ডুবে যায়, জেগে উঠা জমিতে বছরে একটি মাত্র ফসল হয় ফলে বিল পাড়ের ভুমিহীনরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ভাবে এসব জমিতে মাস চাষাবাদ মাস মাছ আহরণ করে জীবীকা নির্বাহ করে আসছিলো কিন্তু

গত শুক্রবার দুপুরে ভাঁরশো ইউনিয়নের একটি বিলের বিবাদমান জমি জবর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে ভারশোঁ দক্ষিণপাড়ার মিনুর ছেলে সিরাজ উদ্দিন (৫০), মহানগর গ্রামের দিলবর রহমানের ছেলে উজ্জল (৪৫), একই এলাকার মেজিশেনসহ ভারশোঁ এলাকার জনকে মারপিট করে আহত করেন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওইদিনই মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয় এদের মধ্যে সিরাজ উদ্দিন এবং উজ্জলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

উল্লেখ্য, ঘটনায় পাকুড়িয়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র আতাউর ইসলাম বাদি হয়ে দানেশ এবং মোবারকসহ ১০ জনের নাম উল্লেখ প্রায় ৪০ জন অজ্ঞাতনামা আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ করেছেন মহানগর মৌজার উৎরাইল বিলের খাস সম্পত্তি উদ্ধার, ভূমিহীনদের ওপর হামলাকারী, ভুমিগ্রাসী তাদের মদদদেরকে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে করেন স্থানীয় এলাকাবাসী

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে