খুলনায় কৌশলে চলছে মাদক  ব্যবসা

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ১৩:০৬

খুলনা অফিস

 

 

সাতক্ষীরা, ভোমরা, পাটকেলঘাটা কলারোয়া  সীমান্ত দিয়ে আসছে মাদক, চোরা কারবারীদের চলছে রমরমা মাদক ব্যবসা আইন শৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পাচারকারীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন রুট দিয়ে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করছে বলে অভিযোগ উঠছে

এসব সীমান্ত মাদক ব্যাবসায়ীরা প্রতিদিন কেই না কেই গ্রেফতার হলেও অল্প সমের মধ্যে আদালাত থেকে জামিন নিয়ে আবার করছে মাদক ব্যাবসা

প্রতিদিন সীমান্তবর্তী এলাকা সাতক্ষীরা, ভোমরা, পাটকেলঘাটা কলারোয়া এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি চিহ্নিত পয়েন্টে চলছে মাদকের ব্যবসা মাঝে মাঝে পুলিশে,র‌্যাব, অভিযানের কারণে সংঘবন্ধ ভাবে স্থানীয় মাদক কারবারীরা কিছু সময়ের জন্য গাঢাঁকা দিয়ে থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হতে না হতেই পূর্বের ন্যায় আবারও সক্রীয় হয়ে বাঁধাহীন ভাবে শুরু করছে ভয়ংকর মাদক, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ সকল ধরণের নেশা দ্রব্যের ব্যবসা

অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা, ভোমরা, পাটকেলঘাটা, কলারোয়া কালিগঞ্জ ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে উল্লেখিত এলাকাগুলোতে মাদক ওপেন সীক্রেট ক্ষেত্রে পার্শ্ববর্তী জেলা শহর যেমন, খুলনা, বাগেরহাট, যশোর ছাড়াও বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনকারীরা দলবদ্ধভাবে এখানে এসে পাচ্ছে সকল ধরণের ক্ষতিকারক নেশার দ্রব্য

 

তাছাড়া তুলনামূলক ভাবে সীমান্তবর্তী এলাকা গুলোতে মাদকের দাম অন্য এলাকার তুলনায় অনেকাংশেই কম বলে জানা যায়

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় মুদি ব্যবসায়ীর নিকট থেকে এলাকার কোন কোন পয়েন্ট মাদক বিক্রয় হয় জানতে চাইলে তিনি এক এক করে সীমান্তবর্তী এলাকার সকল মাদক পয়েন্টের নাম উল্লেখ করে বলেন, ঘোষপাড়া, গাজীপুর, শ্রীরামপুর, খাঁনপুর, বাদামতলা, কাশেমপুর, বেতলাবাইপাশের গ্যারেজ মোড় এলাকা দেবহাটা এলাকাটি সব থেকে ভয়ংকর ভাবে প্রকাশ্য মাদকের ছড়াছড়ি

বিষয় খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান যায়যায়দিনকে বলেন, মাদকের সাথে কোন প্রকার আপোশ নেই, আমার এলাকার ভিতরে মাদক সেবনকারী, মাদক ব্যাবসায়ী যে দলের হউক না কেন তাকে গ্রেফতার করে আনইনের আওতায় আনা হবেএছাড়া প্রতিটা এলাকায় একজন করে এসআই নিয়োগ আছে থানার পক্ষথেকে বিট পুলিশের কাজে সহযোগীতা করছেমাদক জিরো করতে হবে কোন মাদক ব্যাবসায়ীকে ছাড় দেওয়া যাবেন না বলে এই পুলিশ কর্মকর্তা জানান

যাযাদি/ এমডি