বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

​​​​​​​নকলায় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নকলা (শেরপুর) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২২, ১৮:৩৮

শেরপুরের নকলায় অভিযান চালিয়ে চারটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সমন্বয়ে উপজেলার চন্দ্রকোনা বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহম্মেদ।

সহকারী পরিচালক মো. রুবেল মাহমুদ বলেন, নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে ব্যবসায়ীরা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য, সেবা যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় ও ওজনে কারচুপি ইত্যাদি অপরাধে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জরিমানার টাকা দোকানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। অভিযানে সবাইকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুসারে ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর হাসান মাহমুদ, নকলা থানার এএসআই আ. রফিকসহ পুলিশ বিভাগের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে