ফেনীর দাগনভূইয়া থানা পুলিশ ২ ছিনতাইকারীকে গ্রেফতার, লুন্ঠিত মালামাল উদ্ধার ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করেছে।
সোমবার রাতে ছিনতাকারী ইমাম হোসেন মাসুম (২৭), পিতা মোঃ ইয়াকুব আলী, মোঃ হায়দার শেখ (২৪), পিতা-মোঃ হারুন শেখ, উভয় সাং দক্ষিণ চাড়ীপুর, মোঃ জুয়েল (২৫), পিতা-সাহাব উদ্দিন, সাং-মাথিয়ারা, থানা- ফেনী সদর, জেলা -ফেনী এরা একটি মোটর সাইকেল নিয়ে দাগনভূইয়া থানাধীন জায়লস্কর এলাকায় এসে সিএনজিতে থাকা ০১ জন যাত্রীর মোবাইল ফোন ও পাওয়ার ব্যাংক নিয়ে সিলোনীয়ার দিকে চলে যায়। এর কিছু সময় পর একই ছিনতাইকারী দল তাহাদের মোটর সাইকেল যোগে আলমপুর পাকা সড়কে যাইয়া এক পথচারী ফোনে কথা বলা অবস্থা হইতে মোবাইল ফোনটি থাবা মেরে নিয়ে নেয়।
উক্ত ছিনতাইকারী দলের ০২ জন সক্রিয় সদস্য ইমাম হোসেন মাসুম (২৭), মোঃ হায়দার শেখ(২৪) কে দাগনভূইয়া থানা পুলিশ গ্রেফতার করে এবং তাহাদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করে সিএনজি যাত্রীর লুন্ঠনকৃত পাওয়ার ব্যাংক উদ্ধর করা হয়। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক আসামীদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd