​​​​​​​লাকসামে বাড়ছে করোনা, এক স্কুলের সব শিক্ষক আক্রান্ত!

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৩৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার লাকসামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছে প্রশাসনসহ সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে, প্রশাশনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও টনক নড়ছেনা সাধারণ মানুষের।

 

অপরদিকে লাকসাম পৌর এলাকার পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৮ শিক্ষকের করোনা শনাক্ত হলে বিদ‍্যালয়টি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রথমে ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শম্পা রানী সাহার করোনা শনাক্ত হলে বাকি ৭ জন শিক্ষক গতকাল মঙ্গলবার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়ার পর সবার রিপোর্ট পজেটিভ আসলে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে প্রশাসন আজ (১৯ জানুয়ারি) থেকে বিদ‍্যালয়টি অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ ঘোষণা করেন।

 

করোনা আক্রান্ত অন‍্যান‍্য শিক্ষকরা হলেন- প্রধান শিক্ষক শম্পা রানী সাহা, সহকারি শিক্ষক মোঃ শাহ আলম, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিস নাসরিন, মোঃ একরামুল হক খোন্দকার মুন্না, কামরুন নাহার ও রুবিনা ইসলাম।

 

প্রধান শিক্ষক শম্পা রানী সাহা বলেন, গত দু'দিন ধরে তিনি জ্বর ও শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থতা বোধ করলে তার স্বামীসহ মঙ্গলবার করোনা পরীক্ষা করলে দু'জনেরই রিপোর্ট পজেটিভ আসে। বিষয়টি বিদ‍্যালয়ের অন‍্যান‍্য শিক্ষকদের জানালে সকল শিক্ষক করোনা পরীক্ষা করেন। এতে সবার রিপোর্ট পজেটিভ আসে।

 

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুলাহ আল মামুন বলেন, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের সকল শিক্ষকদের করোনা পজেটিভ জানার পর উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করলে অনির্দিষ্টকালের জন‍্য সংশ্লিষ্ট প্রশাসন বিদ‍্যালয়টি বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিদ‍্যালয়টি বন্ধ রাখার নির্দেশ দেন।

 

যাযাদি/এসআই