শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

​​​​​​​গাজীপুরে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৭৯

গাজীপুর প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৪

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ২২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৭৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী গাজীপুরে করোনায় এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা হলো ৫০৬ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪২২ জনে। গাজীপুরে করোনায় আক্রান্তের হার দাঁড়ায় ২৭.৪৩ শতাংশে।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বুধবার সন্ধ্যায় জানান, সর্বশেষ পরীক্ষায় ২২৮ জনের দেহে নমুনায় ৭৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। এতে আক্রান্তের হার দাঁড়ায় ২৭.৪৩ শতাংশ। এর মধ্যে কালীগঞ্জ উপজেলায় ৮ জন, কালিয়াকৈর উপজেলায় একজন, কাপাসিয়া উপজেলায় ৫ জন ও গাজীপুর সদরে ৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়াও এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৫২ জন, কালিয়াকৈর উপজেলায় ২ হাজার ৩৭৯ জন, কাপাসিয়া উপজেলায় ২ হাজার ৪৭৮ জন, শ্রীপুর উপজেলায় ৩ হাজার ২৩৮ জন ও গাজীপুর সদরে ১৫ হাজার ৪৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪ হাজার ২২৮ জন।

গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে এ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এক পুরুষ (৫৫) মারা গেছেন। এ হাসপাতালে সর্বশেষ ৭ জন করোনারোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মো. মাসুদ আইসিইউতে ভর্তি রয়েছেন।

অপরদিকে টঙ্গীতে ডেঙ্গু ডেডিকেটেড শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১ জন ডেঙ্গু রোগী একজন করোনা এ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে