সুনামগঞ্জের মধ্যনগরে মোটরসাইকেলের ধাক্কায় হোসেন আলী নামে ৭৫ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম হোসেন আলী। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা গ্রামে হোসেন আলী নামের ওই বৃদ্ধ বাড়ির সামনের রাস্তায় অটোরিকশায় উঠার সময় একটি মোটরসাইকেল বৃদ্ধকে ধাক্কা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব জানান, ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd