"শীতার্ত মানুষের পাশে বেলকুচি প্রেসক্লাব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বেলকুচি প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দেড় শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০শে জানুয়ারি) বিকালে বেলকুচি প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শীতবস্ত্র অনুষ্ঠনে প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় ও সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সদস্য নারায়ন মালাকার, এম এ মুসা, পারভেজ আলী, সবুজ সরকার, উজ্জ্বল অধিকারী, টুটুল শেখ, আব্দুর রাজ্জাক বাবু, মান্নান শেখ, ফারুক সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান ও প্রেসক্লাবের সবাই অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্যরাসহ সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd