​​​​​​​ডুমুরিয়ায় ফিলিং স্টেশনসহ ৪টি প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক জরিমানা

প্রকাশ | ২০ জানুয়ারি ২০২২, ২০:২০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২২, ২০:২৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

 

 

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফিলিং স্টেশনসহ ৪টি প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খর্নিয়া ও চুকনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ।

 

জানা যায়, উপজেলার খর্নিয়া ফাইম ফিলিং স্টেশনে পেট্রোল কম দেয়ায় ৫ হাজার টাকা, চুকনগর ভিআইপি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেয়ায় ৫০ হাজার টাকা এবং দেব কুমার রাহার মুদি দোকানে তেল মাপক লিটারে ওজন কম থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্গন অপরাধে ৪৬ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া করোনা ও ওমিক্রন মোকাবেলায় স্বাস্থ্যবিধি না মানায় চুকনগর আব্বাস হোটেলে ১০ হাজার টাকা ও মুখে মাস্ক না থাকায় আরিফ নামের একজনকে ১৫'শ টাকা জরিমানা ধার্য্য করে আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন, বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ আলমাস মিয়া ও পুলিশের এসআই হামিদুর রহমান।

 

যাযাদি/এস