বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
​​​​​​​কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতাদের সাথে বৈঠক

ক্ষোভ ঝাড়লেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতারা মিলে চলার নির্দেশ কেন্দ্রীয় নেতাদের

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ২০ জানুয়ারি ২০২২, ২০:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের ব্যাপকহারে পরাজয়ের কথা শুনে দলীয় নেতাদের বিরোধ-বিভক্তি মিটাতে দ্রæ তৃনমূল থেকে জেলা আওয়ামীলীগ ঢেলে সাজানোর কথা বলেছেন আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা জেলা আওয়ামীলীগের দুপক্ষের নেতাদেরকে মিলেমিশে চলার নির্দেশও দেন তারা

গত সোমবার ঢাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা) জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের সভা অনুষ্ঠিত হয় সভায় জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যগন জেলা আওয়ামীলীগের সভাপতি থেকে সাংগঠনিক সম্পাদক পর্যন্ত নেতারা উপস্থিত ছিলেন

তবে সভা নিয়ে জেলা আওয়ামীলীগের দুইপক্ষের কেউ স্পষ্ট করে মুখ খুলতে চাইছেন না তারা বলেন, দলের সাংগঠনিক বিষয় নিয়ে, দলকে ঢেলে সাজানোর বিষয়ে কথা বার্তা হয়েছে

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃনমূলের প্রার্থীদের মূল্যায়ন না হওয়া, বিভিন্ন ইউনিয়নে তৃনমূলের ভোটে প্রথম হয়েও দলীয় মনোনয়ন না পাওয়া, অযোগ্য অগ্রহনযোগ্য প্রার্থীদের দলীয় মনোনয়ন দেয়ায় নির্বাচনে দলীয় প্রার্থীদের ব্যাপকহারে পরাজয়, সাংগঠনিক কাজে দলীয় নেতাদের ডাক না দেয়া, পৌরসভা নির্বাচনে যোগ্য হয়েও রাজনীতির মারপ্যাঁচে জনপ্রতিনিধি হওয়া থেকে বঞ্চিত হওয়া, ব্যক্তি বিরোধে দলের বিরোধ জিইয়ে রাখা, জেলার সাথে উপজেলার সমন্বয় না থাকা, জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যদেরকে জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটিতে না রাখা জেলা আওয়ামীলীগের আগামী সম্মেলনে নেতাদেরকে পদ না দেয়ার হুমকি দেয়ার বিষয় নিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনে ক্ষোভ ঝাড়েন জেলার নেতারা

আওয়ামীলীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফ এমপির সভাপতিত্বে সভা পরিচালনা করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি

সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য .. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া--(কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-- (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া--(নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়া--(নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, তাজ মোহাম্মদ ইয়াছিন, সহ-সভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবির, সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, মোঃ হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন, গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকন আবদুল হান্নান রতন

জেলা আওয়ামীলীগের দুইপক্ষের নেতাদের পাল্টাপাল্টি অভিযোগ শুনে কেন্দ্রীয় নেতারা তাদেরকে মিলেমিশে চলার নির্দেশ দেন শিগগিরই তৃণমূল থেকে জেলা আওয়ামী লীগ পর্যন্ত নতুন করে সাজানোর কথা বলেন তবে আগে জেলা নাকি তৃণমূল সাজানো হবে নিয়ে সভায় চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি

ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঢাকায় সভা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আনুষ্ঠানিক কোনো সভা হয়নি তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলার সাংগঠনিক মত বিনিময়ের অংশ হিসেবে সিনিয়র নেতাদের কথা হয়েছে এখানে দলের আভ্যন্তরীন মত পার্থক্য নিরসন করে তৃণমূল থেকে জেলা পর্যন্ত আওয়ামী লীগ সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন ইউনিটের সম্মেলন করতে আলোচনা হয়েছে তিনি নেতাদের নানা অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন

খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর পরের বছরের মে মাসে নতুন কমিটি কেন্দ্রীয় অনুমোদন পায় ২০১৯ সালে আবার সম্মেলন করার তোড়জোড় শুরু হয় সিদ্ধান্ত হয় একাধিক উপজেলা সম্মেলনের তবে করোনা সংক্রমণসহ নানা কারণে সিদ্ধান্ত বেশিদূর এগুয়নি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে