বিনাজুরী ইউপির সাবেক চেয়ারম্যান দায়িত্ব হস্তান্তর করলেন নতুন চেয়ারম্যানের হাতে
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২২, ২০:৪২

বিনাজুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুকুমার বড়–য়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রবীন্দ্র লাল চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া। দায়িত্বভার গ্রহণের পর তারা শুভেচ্ছা বিনিময় করে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সংঘ প্রিয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। ইউপি সদস্য খোকন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সচিব মিন্টু কুমার বড়ুয়া, সুভাষ মুহুরী, উদয়ন বড়ুয়া, বসুমিত্র বড়ুয়া, কামরুল ইসলাম বাচ্চু, সরোয়ার আজাদ, পল্টন দেব সহ আরও অনেকে।
যাযাদি/ এস