​​​​​​​দোহাজারী রায়জোয়ারা যুব সমাজের উদ্যোগে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ১০:৫১

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি

 

 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পশ্চিম রায়জোয়ারা যুব সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রায়জোয়ারা ওয়ার্ড শাখার যৌথ উদ্যোগে ঈদ মিলাদুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে তালুকদার পাড়া সুন্নি যুব সমাজের ্যবস্হাপনায় শুক্রবার (২১ জানুয়ারি) রাতে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার  মাঠে আয়োজিত মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজল মিয়া সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান দোহাজারী পৌরসভা যুবলীগ আহবায়ক মোহাম্মদ মনছুর আলী ফয়সাল

 

আলোকিত দোহাজারী ম্যাগাজিন সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল গফুর রব্বানীর সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব আল্লামা গাজী আবুল কালাম বয়ানী (মা.জি..)

 

বিশেষ বক্তা ছিলেন, মাওলানা মুফতি মুহাম্মদ ইসলাম নক্সবন্দী, মাওলানা মুহাম্মদ আবু ইউসুফ আল-কাদেরী, মাওলানা মুফতি মুহাম্মদ মাহফুজুর রহমান আল-কাদেরী, মাওলানা মোহাম্মদ নুরুল হোসাইন আজাদ

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আকতার কামাল খান, হাফেজ জাহাঙ্গীর আলম, হাফেজ নুরুল হোসাইন, মাওলানা সাহেদ হোসাইন, মাওলানা ইউসুফ বদরী, সমাজ সেবক আবু তাহের সওদাগর, আইয়ুব আলী, ইসহাক মিয়া, নুরুল হক, জানে আলম, ব্যবসায়ী আলম কোম্পানি, আহমদ হোসেন প্রমূখ

 

বক্তারা বলেন, শুধু মুখেই আশেকে রাসুল দাবি করলে হবে না, কথাবার্তা, আচার-আচরণ, পোষাক-পরিচ্ছদসহ জীবনযাপনের প্রতিটি ধাপে প্রিয় নবীজির সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে, সব কিছুর ঊর্ধ্বে এমনকি নিজের জানমালের চেয়েও বেশি ভালবাসতে হবে প্রিয় রাসুলকে রাসূলের (সা.) রেখে যাওয়া সুন্নাতসমূহকে পুনরুজ্জীবন দান করা এবং তাঁর অনুপম আদর্শ বাস্তবায়নের দিকে ধাবিত হতে হবে এর মাধ্যমেই বহিঃপ্রকাশ ঘটে সত্যিকার রাসুল প্রেমের এবং অর্জিত হবে প্রিয় নবীর সন্তুষ্টি বাস্তবিকপক্ষে সুন্নাতে নববী আদর্শের অনুসরণকারীই হচ্ছেন প্রকৃত আশেকে রাসুল

 

পরে মিলাদ কিয়াম শেষে দেশ, জাতি বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা শেষে তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়

 

যাযাদি/ এস