​​​​​​​ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে শিবচর

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ১১:২৪

শিবচর (মাদারীপুর) প্রতনিধি

 

 

কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে মাদারীপুরের শিবচর ভোরে সূর্যোদয় হলেও কুয়াশাচ্ছন্ন আকাশে নিখোঁজ রয়েছে আলোর ঝলকানি ঘন কুয়াশার প্রভাবে সকালে অনুভূত হচ্ছে তীব্র শীত  ভোরে সূর্যোদয় হয়েছে ঠিকই কিন্তু কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যায়নি

 

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টায় এক্সপ্রেসওয়েতে দেখা গেছে, ঘন কুয়াশায় চারপাশ ঢেকে আছে সড়কে দূরপাল্লার পরিবহন তেমন দেখা না গেলেও থ্রি হুইলারসহ ছোট যানবাহন ধীর গতিতে চলতে দেখা গেছে বিশেষ করে জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান, ইজিবাইক গ্রামীণ সড়ক দিয়ে চলাচল করছে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন পণ্য নিয়ে বিক্রেতারা আসছেন

 

এদিকে ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোট ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে ঘাট সূত্র জানিয়েছে বিআইডব্লিউটিসি' বাংলাবাজার ঘাট সূত্র জানায়, সকাল থেকে অতিরিক্ত কুয়াশার কারণে নৌরুটে দিক নির্ণয় করা সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে কুয়াশা না কমা পর্যন্ত বন্ধ থাকবে নৌযান চলাচল

 

বিআইডব্লিউটিসি' বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে নৌযান চলাচল ব্যহত হচ্ছে এখনো চারপাশে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে

 

থ্রি-হুইলার চালক মো. সামাদ বলেন, ভোরে কুয়াশা কম থাকলেও সকাল ৭টার দিকে প্রচুর কুয়াশা পড়েছে এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না যাত্রী নিয়ে ধীরে গাড়ি চালাতে হয়েছে

 

মাইক্রোবাস চালক জলিল মিয়া জানান, হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না হঠাৎ করেই কুয়াশায় চারপাশ ঢেকে গেছে একারণে মহাসড়কে গাড়িও কম রয়েছে

 

এমন ঘন কুয়াশা পড়লে কৃষিতে ক্ষতির আশংকা করছেন অঞ্চলের কৃষক বরাবরই শীতে বোরো বীজতলা রবি ফসল ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে কোল্ড ইনজুরি পচনসহ মড়ক বেড়ে যায় তবে ব্যাপারে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করণীয় সম্পর্কে তাদের অবগত করা হয়েছে বলে জানান শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়

 

যাযাদি/ এস