​​​​​​​ফরিদপুরে ১০ গ্রামে শান্তি সভা : অশান্তি না করার শপথ 

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২২, ১১:৩৪

ফরিদপুর প্রতিনিধি

 

 

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ১০ টি গ্রামের প্রধান সাধারণ মানুষ  শান্তিসভা করে অশান্তি না করার শপথ গ্রহণ করেছেন

 

শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত  উপজেলার তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তিসভা অনুষ্ঠিত হয়

 

শান্তিসভায় ইউনিয়নের তেলজুড়ী, রায়বর, দৈবকনন্দনপুর, নিধিপুর, দুর্গাপুর, বাজিতপুরসহ ১০ গ্রামের সকল নেতা,মাতুব্বর সাধারন মানুষ উপস্থিত ছিলেন

 

ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, থানার ওসি তদন্ত মো. সালাউদ্দন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ, সৈয়দ সাকির আহমেদ সাকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, বীরমুক্তিযোদ্ধা খন্দকার ওলিয়ার রহমান, এসআই মো. হাফিজুর রহমান, সাবেক মেম্বার আব্দুর রহমান, সাবেক মেম্বার ফরহাদ সিকদার, মো. ইলিয়াস মাতুব্বর প্রমুখ

 

সভা শেষে উপস্থিত সকলে অঙ্গিকার করেন যেআজ থেকে ১০ গ্রামে আর কোন কাইজা, মামলা,কোন প্রকার অশান্তি থাকবে না যত মামলা আছে তা তুলে ফেলবো ১০ গ্রামের মানুষ মামলা-হামলা ছাড়া শান্তিতে বসবাস করবো এবং সবাই মিলে মিশে চলবো

 

যাযাদি/ এস