'মাদক কোনও ফ্যাশন নয়, ভয়াবহ পরিণতির ফল', 'তাই মাদককে না বলি', 'পুলিশের হাত থেকে বাঁচতে নায়, মাথা বাঁচাতে হেলমেট পড়ুন'। ভোলার লালমোহন থানা বাউন্ডারির দেয়ালে লেখা গণসচেতনতা মূলক ও শিক্ষণীয় এমন নানা বাণী এখন দৃষ্টি কাড়ছে সাধারণ মানুষের। দেয়ালে লেখা হয়েছে বাংলাদেশের পুলিশের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণীও।
মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষে থানা বাউন্ডারিতে শিক্ষণীয় বাণী তুলে ধরা উদ্যোগ নেন লালমোহন থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ।
বাউন্ডারি দেয়ালটি প্রধান সড়কের পাশে হওয়ায় যাতায়াতকালে বড় বড় অক্ষরে লেখা বাণীগুলোতে নজর পড়ছে পথচারীদের। থানায় সেবা নিতে আসা লোকজনসহ অনেক পথচারী দু-চার মিনিট দাঁড়িয়ে থেকে পড়ছেন বাণীগুলো।
শুধু তাই নয়, থানার সামনে দিয়ে যাতায়াতকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বাণীগুলো পড়ছে।
থানার সামনে দাঁড়িয়ে বাণীগুলো পড়ুয়া পথচারী আবুল কালাম, মহসিন ও জসিম বলেন, থানার উদ্যোগটি আমাদের মন কেড়েছে। 'নিজের মেয়েকে অন্যের বাড়ির বউ হিসেবে যেমন দেখতে চান, অন্যের মেয়েকে নিজ বাড়িতে তেমন চোখে দেখুন', বর্তমান সমাজে এ বাণী মেনে চলা অতীব জরুরি।
এ উপদেশমূলক বাণীগুলো শুধুই লেখা নয়, এগুলো শৃঙ্খল জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাই সকল বাণীগুলোই পড়লাম। জীবনে চলার পথে এগিলো পালনেরও চেষ্টা করবো।
গণমাধ্যমকর্মী সালাম সেন্টু বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও ইভটিজিং সমাজের ক্যান্সার স্বরূপ। এগুলো থেকে সামাজিক জীব মানুষকে বিরত ও সচেতন রাখতে প্রচার-প্রচারণার বিকল্প নেই। প্রচারেই প্রসার, তাই সমাজটাকে ব্যাধীমুক্ত করতে এসব বাণী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। লালমোহন থানা কর্তৃপক্ষ এসব সচেতনতামূলক বাণীর মাধ্যমে জনগণকে সচেষ্ট করার যে প্রয়াস গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বাণীগুলো পড়ে সমাজের অপরাধীসহ সর্বস্তরের মানুষ যেন উপলব্ধি করতে পারে ও সচেতন হতে পারে, সে প্রত্যয়ে থানার দেয়ালে বাণীগুলো তুলে ধরা হয়েছে।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd