ভেদরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কাজের উদ্ভোধন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ১৪:৫০

শরীয়তপুর (ভেদরগঞ্জ) প্রতিনিধি

 

 

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

রোববার (২৩ জানুয়ারি) উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল গ্রামে চলতি অর্থ বছরের রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে "হাইব্রিড জাতের রোরো ধান সমলয় চাষাবাদ এর নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।

 

উপজেলা নির্বাহী অফিসার বলেন,কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকার কৃষি যান্ত্রিকীকরনের কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে সফল করতে এবং সরকারের লক্ষ্য অর্জন করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম,তিনি বলেন, আজ সমলয় চাষাবাদের আওতায় প্রায় একমাস ধরে যত্নে বড় করা চারাগুলোকে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মাঠে স্থাপন করা শুরু হলো। কৃষি যান্ত্রিকী করনের মাধ্যম্যে লাভজনক বাণিজ্যিক কৃষির দিকে কৃষকদেরকে উদ্ভুদ্দ করার জন্য এই কর্মসূচির হাতে নেয়া হয়েছে।বর্তমান ওমিক্রন আক্রমণ পরিস্থিতি বিবেচনায় এনে উদ্বোধন অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়। আরোও ছিলেন সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

যাযাদি/এমডি