ফুলবাড়ী-লালমনিরহাট সীমান্তে জব্দকৃত প্রায় পৌনে ৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ২০:৫০

ইউনুছ আলী আনন্দ, ফুলবাড়ী (কুড়িগ্রাম)

ডিসেম্বর ২০২০ হতে ৩০ নভেম্বর ২০২১ পর্যন্ত লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক লালমনিরহাট কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ^রী সীমান্ত হতে মালিকবিহীন আটককৃত দুই কোটি চুয়াত্তর লাখ বাহাত্তর হাজার চারশত বাইশ টাকা মূল্যের গাঁজা, ফেনসিডিল মদ, ইয়াবাসহ ভারতীয় বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে

 

রোববার সকাল ১১টার দিকে লালমনিরহাট বিজিবির প্রশিক্ষণ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়

 

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্নেল জাকারিয়া হোসেন পিএসসি, জি, ডেপুটি রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমনিরহাট প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান

 

এছাড়াও সামরিক বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল-কলেজের শিক্ষক ছাত্রছাত্রীরা প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত বাংলা তরজমা পাঠের মধ্য দিয়ে শুরু হয় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান

 

এতে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম পিএসসি প্রধান অতিথি অন্য অতিথিবৃন্দকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন

 

এরপর সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক লালমনিরহাট কুড়িগ্রাম সীমান্ত হতে মালিকবিহীন আটককৃত দুই কোটি চুয়াত্তর লাখ বাহাত্তর হাজার চারশত বাইশ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা করা হয়

 

যাযাদি/ এস