২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে স্ক্যানো ইউনিটের উদ্বোধন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২২, ২১:১৩

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

কম ওজন নিয়ে মিষ্ঠ হওয়া ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত নবজাতকদের সু-চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল স্ক্যানো ইউনিটের উদ্বোধন করা হয়েছে

 

রোববার সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি .. উবায়দুল মোকতাদির চৌধুরী  স্ক্যানো ইউনিটের উদ্বোধন করেন

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলী আজাদ, জেলা প্রশাসক শাহগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, হাসপাতালের তত্ত¡াবধায়ক মোঃ ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ

 

উদ্বোধনী অনুষ্ঠানে ... উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, স্ক্যানো ইউনিটটি চালু হওয়ায় নবজাতকদের সুচিকিৎসা অনেকাংশে নিশ্চিত হবে এতে সাধারণ মানুষেরও দুর্ভোগ লাঘব হবে মূলত ব্রাহ্মণবাড়িয়ায় নবজাতকদের চিকিৎসায় এটি একটি নতুন সংযোজন

 

পরে তিনি হাসপাতালের শহীদ ডাঃ মিলন সভাকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায়  যোগদান করেন

 

ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে .. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, হাসপাতালে আসা রোগীরা যাতে পরিপূর্ণ চিকিৎসা পায় সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখতে হবে বিশেষ করে হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতসহ হাসপাতালকে দালালমুক্ত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে দৃঢ় ভূমিকা রাখতে হবে সভায় হাসপাতালের কার্যক্রমকে আরো গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়

 

যাযাদি/ এস