​​​​​​​পায়ে আঘাত তবু কলম হাতে জনসেবায় ব্যাস্ত ইউএনও

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ২১:২১

আবদুল ওহাব, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

 

 

দায়িত্ব পালনকালে আহত হওয়ায় বেশ কিছুদিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মেডিকেল বিশ্রামে রয়েছেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ

 

এরই মাঝে করোনার তৃত্বীয় ঢেউকে সামনে রেখে সীমিত জনবলে অফিস পরিচালনার নির্দেশনাও রয়েছে কিন্তু এমন পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে জনসেবা গ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং উপজেলার অফিসিয়াল কার্যক্রম দেখভাল করার দায়িত্ববোধ থেকে পায়ে আঘাত অসুস্থ শরীরেও তিনি বিশ্রাম ফেলে হাতে নিয়েছেন কলম করছেন নিয়মিত অফিস

 

বুধবার ২৬ জানুয়ারী অসুস্থ শরীরেও ইউএনওর নিয়মিত অফিস করার কারন জানতে চাইলে এসব তথ্য জানাযায় আর দুর্য়োগকালীন এবং শারীরিক অসুস্থতার সময়েও তার মহানুভবতা একটা উজ্জল দৃষ্টান্ত বলে মনে করছেন সুশীল সমাজের লোকজন শুধু তাই নয়, তিনি ভার্চুয়ালে যুক্ত হয়ে বিভিন্ন দফতরে মনিটরিং এবং ইউনিয়ন পরিষদগুলোতে জনগনকে রাষ্ট্রীয় সেবা প্রদানে নিয়মিত দিক নির্দেশনা প্রদান করছেন এতে করে খুশী জনগন এবং জনপ্রতিনিধিরা তবে তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতীর দিকে বলে তিনি জানিয়েছেন 

 

জানাগেছে, দেশে ৫ম ধাপে ইউপি নির্বাচনে বগুড়া গাবতলী উপজেলায় তিনি নির্বাহী মেজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন সেখানে বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উশৃংখল জনতা ভোট কেন্দ্রে হামলা-ভাংচুরের সময় সহিংসতায় তিনি আহত হন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং মেডিকেল বিশ্রামের পর তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে

 

এদিকে নির্বাহী কর্মকর্তার আহত হয়ে হাসপাতালে ভর্তি অসুস্থতার সংবাদে উপজেলার সচেতন সমাজ তার রোগমুক্তি সফলতা কামনা করেছেন

 

যাযাদি/ এস