বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় জেলে নিখোঁজ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৫

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধি

 

 

বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীতে লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকার এক জেলে নিখোঁজ রয়েছে একজন কে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায়।  নিখোঁজ জেলে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান(৩০) আহত হয়েছেন দেলোয়ার হোসেন (২৫)

 

সকাল ৯টা থেকে নিখোঁজের উদ্ধার কাজে নেমেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

 

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায় জেলে মাসুম খান দেলোয়ার হোসেন।  তারা নদীতে জাল ফেলে নৌকা নোঙ্গর করে ঘুমিয়েছিলো। রাত তিনটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পয়সারহাটগামী - টি লঞ্চ আড়িয়াল খাঁ নদী থেকে যায়। ওই সময় লঞ্চের ধাক্কায় নৌকাসহ ডুবে যায় তারা। জেলেরা জানিয়েছে আওলাদ- নামক লঞ্চের ধাক্কায় এরকম দূর্ঘটনা ঘটে।

 

এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।

 

বরিশাল নদী ফায়ার সার্ভিস স্টেশন এর স্টেশন অফিসার মোঃ খোরশেদ আলম এর সাথে কথা বলে জানা যায়বৈঠার সাথে বাঁধা  জেলে নৌকাটি রাতের যেকোনো সময় নদীর মধ্যে চলে আসে। এসময় পয়সারহাটগামী লঞ্চের ধাক্কায় জেলে  নৌকাটি ডুবে যায়। নিখোঁজ জেলে মাসুম খান কে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

যাযাদি/ এমডি