​​​​​​​আলোকিত হলো ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ১৬:১৪

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

 

 

আলোকিত হলো জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল মানুষের জীবন যাত্রার মান বিদ্যুৎ না থাকায় আলো জ্বালাতে এতোদিন কেরোসিনের কুপিবাতি কিংবা হারিকেন, মোমবাতি ছিল একমাত্র ভরসা এখন আর কুপিবাতি বা হারিকেনের আলোয় চলতে হয় না বিদ্যুতের আলোতে আজ আলোকিত চরাঞ্চল সন্ধ্যা ঘনিয়ে এলেই যেখানে ঘুটঘুটে অন্ধকার নামতো, সেখানে বিদ্যুতের আলোয় আলোকিত অন্ধকার ফুঁড়ে আলোর এই রশ্মি ছড়িয়ে পড়েছে যমুনা নদীর দুর্গম চরের প্রতিটি ঘরে ঘরে পাল্টে দিয়েছে হাট বাজারে চিত্র

 

জামালপুরের ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি' ঐক্লান্তিক প্রচেষ্ঠায় উপজেলা দূর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের প্রতিটি ঘর বিদ্যুতের আলোয় আলোকিত শুধু তাই নয় দূর্গম চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নত করার লক্ষে ব্রীজ,কালভার্ট, স্কুল,রাস্তা পাকাকরণ,বাঁধ, বিভিন্ন বাজারে সেড নির্মান পরিকল্পনাসহ উন্নয়ন কাজ রয়েছে চলমান

মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়ন জুড়ে স্বপ্ন দ্বীপ উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল

 

তিনি বলেন- যোগাযোগবিচ্ছিন্ন এক জনপদ বছরের বেশির ভাগ সময় আবার দ্বীপচরগুলো পানিবেষ্টিত থাকে বন্যায় এই চরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দ্বীপচরের মানুষ প্রধানত দুটি পেশার ওপর নির্ভরশীলকৃষিকাজ মাছ ধরা কৃষিকাজের বাইরে চরের বেশির ভাগ দরিদ্র মানুষ খাদ্যের চাহিদা মেটাতে মাছ ধরে এর বাইরে দিনমজুরি, শ্রম বিক্রি এবং অন্যান্য মৌসুমিভিত্তিক কিছু পেশার ওপর স্বল্পসংখ্যক চরবাসী নির্ভরশীল

 

 বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলো আমাদের সবার দৃষ্টিসীমার বাইরের এক অংশ বলেই প্রতীয়মান বহুকাল ধরেই চরাঞ্চলে মানুষ তীব্র নদীভাঙন, বন্যা, খরাসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বসবাস করছে দূর্গম চরবাসী উন্নয়নের চিন্তা মাথায় রেখে সরকার মাননীয়,ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয় বঞ্চিত মানুষদের জীবন মান উন্নয়নের নানামুখি পদক্ষেপ গ্রহন করেছেন

 

এলাকাবাসী জানান-চরাঞ্চলের বিদ্যুৎ পাব আমাদের কল্পনার বাইরে ছিল রাস্তাঘাট,স্কুল,বাঁধ,বাজার উন্নয়ন কাজ চলমান দেখে স্বপ্নের মত মনে হচ্ছে

 

পরিদর্শন কালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খান,উপজেলা প্রকৌশলী আমিনুল হক,চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মন্ডল সহ অন্যান্যরা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

 

যাযাদি/ এস