শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​​​​​​​ঝিনাইগাতীতে সারের দোকানে অভিযান

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
  ২৭ জানুয়ারি ২০২২, ১৭:২০

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে আজ দুপুরের পর সারের দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে সারের দোকানে মূল্য তালিকা, লাইসেন্স, সারের ন্যায্য মূল্যে বিক্রি ও দোকানদারদের রেজিষ্টার ও কীটনাশক পণ্যের মেয়াদ উত্তীর্ণ দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবীর।

অভিযান চলার সময় সারের এক ব্যবসায়ীকে মূল্য তালিকা না থাকার দরুন তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে ওমিক্রন ঠেকাতে মাস্ক পরিধান না করার দায়ে একজন গার্মেন্টস ব্যবসায়ীকে তিনশত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সময় পথচারী ও দোকান মালিকদের করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্যে নির্দেশ প্রদান করে সচেতনতা সৃষ্টি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে