বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ভোট কেন্দ্রে ম্যাজিষ্ট্রেট চেয়ে আবেদন

স্টাফ রিপোর্টার নীলফামারী
  ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৫৬

সুষ্ঠু ও প্রভাব মুক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রতি ভোট কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ চেয়ে আবেদন করেছে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান, মহিলা সংরক্ষিত ও সাধারণ সদস্যসহ ১৭জন প্রার্থী। বুধবার বিকেলে নীলফামারী জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন।

নীলফামারী পৌরসভার সাথে সীমানা জটিলতায় ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আটকে থাকার পর নির্বাচন কমিশন সপ্তম ধাপে দীর্ঘ ১২ বছর পর আগামী ৭ ফেব্রুয়ারী ভোট গ্রহণের তফশিল ঘোষনা করে, এরপর আবারো একটি কুচক্রিমহল ভোট বন্ধের পায়তারাসহ হুমকি প্রদান করছে। এ অবস্থায় প্রতিটি ভোট কেন্দ্র যেন প্রভাব মুক্ত থাকে এ কারণে ইটাখোলা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেদায়েত আলী শাহ্ ফকির (আনারস), শ্রী শুজিত কুমার চৌধুরী (ঘোড়া), আবু সাঈদ (গোলাপফুল), মহিলা সংরক্ষিত রাশিদা বেগম। সাধারণ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন শাহ্ ফকির, জাকির হোসেন প্রামানিক, আশরাফুল ইসলাম, আলমগীর হোসেন, নূরুল ইসলাম, ছদ্দিফ আলী, রেজাউল করিম, খালেক, মশিউর রহমান স্বাধীন, নাছের আলী, আফজাল হোসেন, আনোয়ার হোসেন, মাহাবুব আলম নান্টু, আবু সাঈদ লিখিত ভাবে জেলা প্রশাসক বরাবর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগের আবেদন করেছেন।

ইটাখোলা ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩শত ৭২জন আগামী ৭ ফেব্রুয়ারী তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৭ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে