গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার শাখা নদীর পানিতে পড়ে জোবায়রা আক্তার জীম নামের ১৫ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া ব্রিজের নিচে তিস্তা শাখা নদীর পানিতে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত জোবায়রা আক্তার জীম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের জাকারিয়া রহমানের কন্যা।
থানার এসআই রায়হানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল থেকে নিহত শিশুর বাবা ব্রিজ সংলগ্ন কৃষি জমিতে কাজ করছিলেন। দুপুরের দিকে শিশুটির মা তাঁর বাবার সঙ্গে দেখা করতে যান। সঙ্গে শিশু জীমও ছিলো। পরে শিশুসহ বাড়িতে ফিরে আসেন মা। এরপর সবার অজান্তে শিশু জীম একায় আবারও বাবার নিকট যাওয়ার চেষ্টা করলে নদীতে পড়ে যায়। নদীতে গোসল করতে আসা স্থানীয় আনোয়ার শিশুটিকে নদীতে ভাসতে দেখেন। খবর দিলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এসআই রায়হানুজ্জামান আরও বলেন, কোন অভিযোগ না থাকায় দাফনকাজ সম্পন্ন করতে অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd