​​​​​​​সাতকানিয়ার খাগরিয়ায় দু’ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধসহ আহত ১৫

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২২, ২১:০০

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

 

চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে দুচেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে হামলা গুলির ঘটনা ঘটেছে এতে শিশু, নারী, বৃদ্ধসহ উভয় পক্ষের গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) খাগরিয়া ইউনিয়নের গণি পাড়া এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে ঘটনা ঘটে পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

 

স্থানীয়রা জানান, খাগরিয়ার জোড়ার কুল এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে গণসংযোগ করছিলেন মোটরসাকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন সময় হঠাৎ করেই গুলির আওয়াজ শোনা যায় গণসংযোগে আসা লোকজন সময় ছুটোছুটি শুরু হয় এবং সংঘর্ষ সৃষ্টি হয়  সংঘর্ষে আহতরা হলো মো. শাহ আলম (৫৫), পিতা- মৃত আবদুল কাদের, আহমদ হোসেন (৫০), পিতা- আবুল হোসেন, মো. মারুফ (১০), পিতা- . ইয়াকুব, মো. মুহিবুল, পিতা- মো. লোকমান, ইসলাম খাতুন (৬০), স্বামী- কবির আহমদ, মো. রফিক (৫২), পিতা- সালামত উল্লাহ, মো. ফারুক (৬১), পিতা- মজু মিয়া, মুন্সি মিয়া (৫৫), আবদুল সালাম, আবছার উদ্দীন (৪৫), পিতা- সামশুল ইসলাম, মো. সায়েদ (২৫), পিতা- আবদুল গফুর, আবু সুফিয়ান (২১), পিতা- আমিনুল ইসলাম, মনির আহমদ (৬২), পিতা মৃত- মফজল মিয়া, জাফর আহমদ (৫৫), পিতা- আহমদ শফি, নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. মহসিন (৩৬), পিতা- শামসুল ইসলাম, রাশেদুল ইসলাম (২৩), পিতা- শামসুল ইসলাম, চৌকিদার মো. হাসান (২৩), পিতা- আবদুল মান্নান, নুরুল আলম (২২), পিতা- আহমদ কবির

 

আহতদের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে আহতদের চমেক হাসপাতালে প্রেরন করা হয় তৎমধ্য শাহা আলম,ইউনুচ চমেক হাসপাতালে সংকটাপন্ন রয়েছে বলে জানা গেছে ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেনের অনুসারীরা হামলা চালিয়েছে বলে স্বীকার করে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, আকতারের লোকজন বিভিন্ন জায়গায় আমার অফিস গত তিন ধরে ভাঙচুর করছে নৌকার প্রার্থী আকতারের ওয়ার্ডেও আমার পোষ্টার লাগাতে দিচ্ছেন না তাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনিসহ পোষ্টার লাগাতে গণি পাড়া এলাকায় গেলে নৌকা প্রার্থী আক্তার হোসেনের লোকজন হামলা চালায় আমাদের উপর তারা প্রকাশ্যে গুলি ছুড়ে সময় এক শিশু এবং আমিসহ আমার /১০ কর্মী গুলিবিদ্ধসহ আহত হয়েছি তাদের মধ্যে চমেক হাসপাতালে দুজনের অবস্থায় সংকটাপন্ন রয়েছে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তিনি আরো বলেন, নৌকার প্রার্থী আকতারের লোকজন কোথাও পোষ্টার লাগাতে গেলে আমার কর্মীকে মার-ধরের হুমকি-ধুমকির ঘটনা ঘটছে তা নিয়ে আমি গত বুধবার রাতেও সাতকানিয়া থানার লিখিত এজাহার দিয়ে এসেছি পুলিশ আমাকে আশ্বস্ত করেছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে তারা কিন্তু পুলিশকে তারা বেকায়দায় ফেলতে তারা অস্ত্রবাজি করছে

 

 আহত হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি বিষয়ে নৌকা প্রার্থী আকতার হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী জসীম উদ্দীন পরিকল্পিতভাবে আমার পাড়ার ভিতরের গোপন রাস্তার মাধ্যমে সশস্ত্র লোকজন নিয়ে বাড়ীতে প্রবেশ করে ছেড়াগুলিসহ ভারী অস্ত্র চালায় বাড়ী ভাংচুর করেন এবং গুলি ছুড়লে গুলিবিদ্ধসহ জন আহত হন হামলার সময় তিনি ৯৯৯ ফোনসহ নিরাপত্তা চেয়েছেন এবং থানায় ফোন করেছেন পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন এব্যাপারে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন উক্ত ঘটনায় উভয় পক্ষের ১০/১২ আহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেন তবে কোন পক্ষ থেকে এখনও অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে 

 

যাযাদি/ এস