​​​​​​​কালাইয়ে কৃষি জমিতে পুকুর খনন, দুই ব্যক্তির কারাদণ্ড  

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২২, ১০:১৪

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

 

 

জয়পুরহাটের কালাই উপজেলার  তালোড়া বাইগুনি গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন পরিবহন দিয়ে মাটি বহনের ফলে রাস্তা নষ্ট করার দায়ে দুই ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ওই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার

 

তাঁরা হলেন- উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল দীঘি গ্রামের বুলু ফকিরের ছেলে মো. ছাব্বির (২৫) একই উপজেলা উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আয়মদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৩৮)

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে তিন ফসলি জমিতে পুকুর খনন করছিলেন মো. ছাব্বির আমিরুল ইসলাম নামে দুজন শ্রমিক বালু মহাল মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ () ধারায় ওই দুজন ব্যক্তিকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে আগেও সর্তক করা হয়েছিল কিন্তু মানেনি তাঁরা ভেকু (স্ক্যাবেটার) মেশিন জব্দ করা না হলেও ট্রাক্টও জব্দ করা হয়েছে ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

 

যাযাদি/এসএইচ