​​​​​​​এলজিইডির ‘টাঙ্গাইল উন্নয়ন প্রকল্প’ গ্রামীণ উন্নয়নে আশার আলো

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২২, ১৩:০৬

টাঙ্গাইল প্রতিনিধি

 

 

টাঙ্গাইলের ১২টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) দুই হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহন করেছে এরমধ্যে ৮৬৫ কোটি টাকার প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে ইতোমধ্যে ১২টি উপজেলায় প্রায় ২০০ কোটি টাকার প্রকল্পের প্রাক্কলন তৈরি পূর্বক দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়ন কাজ শুরু করার নির্দেশনাও দেওয়া হয়েছে প্রকল্প বাস্তবায়িত হলে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাইলফলক রচিত হবে

 

খোঁজ নিয়ে জানাগেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অগ্রাধিকার ভিত্তিক গ্রামীণ অবকাঠামো উন্নয়নে চাহিদা বিশ্লেষন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরগুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প টাঙ্গাইলনামে একটি মেগা প্রকল্প গ্রহন করে স্ব স্ব স্থানীয় সংসদ সদস্যদের ডিও লেটারের(ডেসপাস লেটার) অধিকতর গুরুত্ব দিয়ে ওই প্রকল্প নীতিগতভাবে অনুমোদন করা হয় এতে প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয় ধরা হয় কিন্তু পুরো প্রকল্প বাস্তবায়নে অর্থসংস্থান অপ্রতুল হওয়ায় প্রাথমিক পর্যায়ে ৮৬৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়ে প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে এলজিইডি প্রকৌশলী মোল্লা  মিজানুর রহমান ওই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে ১২টি উপজেলায় প্রায় ২১০টি প্রকল্পের প্রাক্কলন তৈরি করে দরপত্র আহ্বানের জন্য টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গোপালপুর উপজেলায় ১২ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে ১৬টি প্রকল্পের মাধ্যমে ১৩.৯৯ কিলোমিটার গ্রামীণ সড়ক পাকাকরণ, নাগরপুরে ৩১ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের মাধ্যমে ৩৩.২২ কিলোমিটার, ঘাটাইলে ১৬ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে ২০টি প্রকল্পের মাধ্যমে ১৮.৪১ কিলোমিটার, ভূঞাপুরে কোটি ৭২ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের মাধ্যমে .৫৮ কিলোমিটার, টাঙ্গাইল সদরে ১৯ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ২৬টি প্রকল্পের মাধ্যমে ২১.৫০ কিলোমিটার, কালিহাতীতে ১৪ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের মাধ্যমে ১৫.৮৫ কিলোমিটার, বাসাইলে কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের মাধ্যমে .৬০ কিলোমিটার, সখীপুরে ২১ কোটি লাখ টাকা ব্যয়ে ২১টি প্রকল্পের মাধ্যমে ২২.৫৫ কিলোমিটার, মধুপুরে ২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২২টি প্রকল্পের মাধ্যমে ৩২.২৩ কিলোমিটার, ধনবাড়ীতে ১৬ কোটি লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ২১টি প্রকল্পের মাধ্যমে ১৭.৮২ কিলোমিটার এবং মির্জাপুর উপজেলায় ১৮ কোটি ৭৪ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ২৩টি প্রকল্পের মাধ্যমে ২০.৮৩ কিলোমিটার কাঁচা গ্রামীণ সড়ক পাকাকরণ এরমধ্যে দেলদুয়ার উপজেলায় ১০টি প্রকল্পের মধ্যে ইতোমধ্যে ৩টি প্রকল্পের অনুমোদন হয়েছে এবং বাকীগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে

 

টাঙ্গাইল এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প টাঙ্গাইল’- এর বাস্তবায়নে প্রায় দুই হাজার কোটি টাকার প্রয়োজন কিন্তু অর্থ অপ্রতুলতার কারণে প্রাথমিক পর্যায়ে ৮৬৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি গ্রহন করা হয়েছে এলজিইডি থেকে ইতোমধ্যে প্রায় ২০০ কোটি ব্যয়ে ২১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে অর্থবছরে অন্তত ৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে

 

তিনি জানান, জেলার সংসদ সদস্যদের মতামতকে প্রাধান্য দিয়ে মেগা প্রকল্পটি বাস্তবায়নে গ্রামীণ ছোট ছোট সড়কগুলো পৃথক পৃথক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জেলার গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার মাধ্যমে স্থানীয় জনসাধারণের জীবনমানের অভুতপূর্ব উন্নয়ন ঘটবে

 

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি জানান, প্রধানমন্ত্রীর স্লোগানগ্রাম হবে শহর’- এর আলোকে গ্রাম-গঞ্জের সকল রাস্তা-ঘাট, ব্রিজ-কার্লভাট তথা অবকাঠামোগত উন্নয়নে এসব প্রকল্প গ্রহন করা হয়েছে প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগের ক্ষেত্রে গ্রাম শহরের মধ্যে কোন পার্থক্য থাকবেনা     

 

যাযাদি/এসএইচ