​​​​​​​চকরিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশ | ২৯ জানুয়ারি ২০২২, ১৩:২৯

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কক্সবাজার- আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে নিয়ে কুরুচিপূর্ণ মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোজাফফ্র হোসেন পল্টুর বিরুদ্ধে চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফুর আলম বাদী হয়ে আজ শুক্রবার থানায় মামলাটি রুজু করেন

               

মামলার এজাহারে বাদী দাবি করেছেন, গত ২৫ জানুয়ারী থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোজাফফ্র হোসেন পল্টু তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে এমপি জাফর আলমের বিরুদ্ধে অব্যাহতভাবে একের পর এক কুরুচিপূর্ণ মানহানিকর পোষ্ট দিতে থাকে এসব পোষ্টের কারণে দলীয় নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এমনকি সামাজিক অস্থিরতা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও আশঙ্কা দেখা দেয় তাই সেই ক্ষোভ প্রশমনের জন্য সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে এই মামলা রুজু করা হয়েছে

 

মামলার বাদী সফুর আলম বলেন, মামলার আসামী মোজাফফ্র হোসেন পল্টুর বিরুদ্ধে প্রতারণা, সন্ত্রাসী কার্যকলাপ, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মামলা এবং প্রতারণা মামলায় সাজা রয়েছেবাদী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সংসদ সদস্যের বিরুদ্ধে যেভাবে কুরুচিপূর্ণ মানহানিকর একের পর পোষ্ট দেওয়া হয়েছে তাতে দলগতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর মতো আমাকেও ব্যথিত করেছে সহযোগী সংগঠন যুবলীগের পদে থেকে এমন নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট দেওয়ার মতো যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়

 

এদিকে এমপি জাফর আলমের বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ পোষ্ট দেওয়ার প্রতিবাদে বর্ধিত সভা করেছে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগ, চকরিয়া উপজেলা যুবলীগ পৃথকভাবে অনুষ্ঠিত এসব সভা থেকে মোজাফফ্র হোসেন পল্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং যুবলীগ থেকে বহিস্কারের দাবি উঠে মামলা রুজু হওয়ার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অব্যাহতভাবে কুরুচিপূর্ণ মানহানিকর ফেসবুক পোষ্ট দেওয়ার লিখিত অভিযোগ পেয়ে এবং ঊর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে একমাত্র আসামীকে ধরতে পুলিশ কাজ করছে

 

ব্যাপারে সাংসদ জাফর আলম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তোলা ছবিকে পূঁজি করে মোজাফফ্র হোসেন পল্টু মানুষের জায়গা-জমি দখলের চেষ্টাসহ বিভিন্নজনকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে তার এসব অপকর্মে আমি সমর্থন না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে এতে সংক্ষুদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা সফুর আলম মামলা করেছেন

 

যাযাদি/এসএইচ