স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির  নির্বাচন: সভাপতি শহিদ, সম্পাদক আমান

প্রকাশ | ০৯ মার্চ ২০২২, ১৩:৪৯

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ স্টার সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

সোমবার ব্যবসায়ীদের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্টার সুপার মার্কেটের ৩য় তলায় সমিতির কার্যালয়ে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

 

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ রশিদিয়া জুয়েলার্স এর স্বত্বাধীকারী মোহাম্মদ শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক পদে রূপছায়া ক্লথ ষ্টোরের স্বত্বিধীকারী আলহাজ্ব আমানুল হক, অর্থ সম্পাদক পদে ওয়ান টু নাইনটি নাইন এর স্বত্বাধীকারী শাহাবুদ্দীন, সাংগঠনিক সম্পাদক পদে এরাবিয়ান শাড়ীজ এর স্বত্বাধিকারী সাংবাদিক সাত্তার সিকদার দপ্তর সম্পাদক পদে ল্যাকমি কসমেটিকস এর স্বত্বাধীকারী মোহাম্মদ শাহজাহান।

 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির উপদেষ্টা মুহাম্মদ আমজাদ হোসাইন, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী প্রিসাইডিং এর দায়িত্ব পালন করেন লোহাগাড়া বণিক সমিতির সভাপতি মহিউদ্দিন চৌধুরী বাচ্চু, আলহাজ্ব আবুল বাশার সাওদাগর মহিউদ্দিন।

 

এসময় লোহাগাড়া বণিক সমিতি ,নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি,আপন শপিং সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি, কর্ণফুলী সিটি ব্যবসায়ী সমিতি এম রহমান মার্কেট,এম রহমান প্লাজা, সিরাজ উদ্দিন শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচিত প্রতিনিধিরা ব্যসায়ীদের কল্যাণে কাজ করবে বলে জানান।

 

যাযাদি/ এমডি