ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ নারী আটক
প্রকাশ | ২৩ এপ্রিল ২০২২, ১৬:৩১

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিপুল পরিমাণ ফেনসিডিল সহ টুম্পাকে (২৫) আটক করেছে পুলিশ। তবে টুম্পা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকলেও মাদক ব্যবসায়ি স্বামীর গচ্ছিত রাখা ফেনসিডিল ঘরে পাওয়ায় স্ত্রী টুম্পাকে আটক করা হয়। এসময় তাদের ঘরে থাকা ৯১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে পালিয়ে গেছে টুম্পার স্বামী রুবেল ও তার ব্যবসায়ী পাটনার নাসির।
শুক্রবার (২১ এপ্রিল) রাতে তাকে ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে টুম্পাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত টুম্পা ফতুল্লার কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকার নাজির মিয়ার মেয়ে ও মাদক ব্যবসায়ী রুবেলের স্ত্রী।
পুলিশ জানায়, কাশিপুরের মধ্যনরসিংপুর এলাকায় একাধিক ব্যক্তি আলাদা ভাবে সিন্ডিকেট তৈরি করে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। মধ্য নরসিংপুর এলাকাটি মাদকের ট্রানজিড হিসেবে চিহ্নিত। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িতে হানা দেয়। তখন রুবেল ও নাসিরকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নাসির ও রুবেল পালিয়ে যায়। পরে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ সঙ্গীয় ফোর্স সহ নিয়ে ঘটনাস্থলে যায় এবং রুবেলের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯১ বোতল ফেনসিডিল পায়। পরে ফেনসিডিল সহ রুবেলের স্ত্রী টুম্পাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত টুম্পা সহ পালিয়ে যাওয়া মধ্য নরসিংপুরের শাহজাহানের পুত্র রুবে (৩৩) ও সিরাজুল ইসলামের পুত্র নাসিরকে (৩৫) আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, টুম্পা সহ পলাতক দুইজন আসামী করে ৯১ বোতল ফেনসিডিলের মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর আসামী রুবেল ও নাসিরকে গ্রেফতারের চেস্টা চলছে।
যাযাদি/এস