​​​​​​​ফটিকছড়ির ভূজপুরে নৌকার মাঝি হলেন ইব্রাহীম তালুকদার

প্রকাশ | ১৪ মে ২০২২, ১১:০৮

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

 

 

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নে  নৌকার মাঝি হলেন ভূজপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম তালুকদার আগামী ১৫ জুন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর জন্য তিনি দ্বিতীয় বারের মত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন

 

শুক্রবার (১৩ মে) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়

 

জানা যায়, ভূজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬জন দলীয় মনোনয়ন জমা দেন তারা হলনে, ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ (হামিদুল্লাহ), উপজেলা আওয়ামী লীগের সদস্য লোকমান হোসেন, ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন, ভূজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাজ্বী মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর (টিপু), সদস্য এরশাদ উল্লাহ

 

জনের মধ্য থেকে মোঃ ইব্রাহিম তালুকদার কে দ্বিতীয় বারের মত নৌকার টিকিট দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ

 

তিনি সর্বশেষ ২০১৭ সালের ১৬ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন এর আগেও তিনি একনাগাড়ে ২১ বছর ইউপি সদস্য (মেম্বার) এর দায়িত্ব পালন করেন

 

এদিকে দ্বিতীয় বার নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে ভূজপুরের জনসাধারণকে আসন্ন নির্বাচনে পাশে থাকার আহ্বান জানিয়েছেন ইব্রাহিম তালুকদার ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ভূজপুর ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সমাপ্ত করার লক্ষ্যে সব ধরণের  প্রস্তুতি নেয়া হচ্ছে

 

উল্লেখ, তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে, ভোট গ্রহণ ১৫ জুন ফটিকছড়ি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ভূজপুরে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে

 

যাযাদি/এসএইচ