জলঢাকায় বিনোদনকেন্দ্রে মানুষের উপচে পড়া ভীড়

প্রকাশ | ১৪ মে ২০২২, ১৬:৩০

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় করোনা পরবর্তী বিনোদনে শুরু হয়েছে মানুষের উপচে পড়া ভীড় প্রতিদিন বিভিন্ন এলাকা হতে আগত দর্শকদের সমাগমে মুখরিত হচ্ছে বিনোদন এলাকা

 

জানা যায়, উপজেলার গোলনা কালীগঞ্জ হাটে বঙ্গবন্ধু বাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মে বুধবার হতে শুরু হয়েছে আনন্দ মেলা  সার্কাস,পুতুল নাচ, যাদু প্রদর্শনী সহ আয়োজন করা হয়েছে বিভিন্ন রকমের বিনোদন সেখানে চলচিত্র শিল্পীদের এনে সংযোজন করা হয়েছে নতুনত্বের

 

চলতি ধান কাটা মৌসুম না হলে আরও দর্শকদের উপস্থিতি বেশি হতো বলে মনে করেন বিনোদন নিতে অাসা অনেকেই

 

এদিকে দিন যতই যাচ্ছে দর্শকদের ভীড় যেন বেড়েই চলেছে এমন অবস্থায় আয়োজক কমিটির সভাপতি মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক রবিউল অালম রঞ্জু জানান, একটি মেলা চালু হতেই -৭দিন সময় লাগে ঠিক যখন মেলা জমতে শুরু করছে অপরদিকে অনুমতির সময়ও শেষ হচ্ছে এছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো আছেই যদি প্রশাসন সদয় হয়ে মেলার সময় বাড়িয়ে দিতো তাহলে কিছুটা  হলেও এই এলাকায় মানুষের বিনোদনের চাহিদা মেটানো সম্ভব হত

 

যাযাদি/এস এস