রামগড়ে যৌন নিপীড়নের প্রতিবাদে স্কুল বয়কট

প্রকাশ | ১৪ মে ২০২২, ২১:৩৮

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের প্রত্যন্ত এলাকা থানাচদ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলায়েত হোসেন কর্তৃক শ্রেণিকক্ষে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার প্রতিবাদে শনিবার (১৪ মে) কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ে যায়নি।

 

অভিযুক্ত শিক্ষককে অপসারণসহ কঠোর শাস্তির দাবিতে অভিভাবকরা তাদের কোনো ছেলে-মেয়েকে শনিবার স্কুলে পাঠায়নি। এদিকে, মামলা রুজুর পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক বেলায়েত গা ঢাকা দিয়েছেন বলে জানায় পুলিশ।

 

শনিবার (১৪ মে)সরেজমিনে বিদ্যালয় পরিদশনকালে শিক্ষক বেলায়েতে হোসেনের বিরুদ্ধে স্কুলের ছাত্রী যৌন নিপীড়নের শিকার হওয়ার আরও তথ্য পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী দেবী বলেন, স্কুলের ১২০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১০-১২জন ছাড়া সকলেই ত্রিপুরা উপজাতি। ভুক্তভোগী ছাত্রীও ত্রিপুরা। ফলে ঘটনার জন্য শনিবার কোন ছেলে-মেয়েকে স্কুলে পাঠায়নি অভিভাবকরা।

 


এদিকে,রামগড় থানার ওসি মোহাম্মদ শামছুজ্জামানসহ অন্যান্য পুলিশ কমকর্তার উপস্থিতিতে ৫ম শ্রেণির ত্রিপুরা উপজাতি এক ছাত্রী অভিযোগ করে বলেন, শিক্ষক বেলায়েত শ্রেণি কক্ষে অনেকদিন তার শরীরের বিভিন্ন র্স্পশকাতর স্থানে হাত দিয়ে নিপীড়ন করতেন। ছাত্রীর বৃদ্ধা মা বলেন, কারণে তার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। এদিকে, ছাত্রী নিপীড়নের ঘটনায় ছাত্রছাত্রীদের স্কুল বয়কটের প্রেক্ষিতে শনিবার রামগড় থানার ওসি, স্কুল পরিচালনা কমিটি, ত্রিপুরা সংসদের নেতৃবৃন্দ স্থানীয় কারবারি, ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিগণ এলাকার অভিভাবকদের নিয়ে বৈঠক করেন।

 

স্কুল কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ওসি মোহাম্মদ শামছুজ্জামান ত্রিপুরা সংসদের রামগড় উপজেলার সভাপতি হরিসাধন বৈষ্ণব অভিযুক্ত  শিক্ষককে অপসারণ তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠানোর জন্য অভিভাবকদের অনুরোধ জানান।

 


রামগড় উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেনকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

রামগড় থানার ওসি মোহাম্মদ শামছুজ্জামান বলেন, শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মা ফুলবালা ত্রিপুরা  ২০০০ সালের নারী শিশু র্নিযাতন দমন আইনের (সংশোধনী ২০২০) ১০ ধারায় মামলা রুজুর পরই পুলিশ আসামী বেলায়েত হোসেনকে গ্রেপ্তর করতে অভিযান শুরু করেছে। গা ঢাকা দিলেও খুব সহসাই তিনি পুলিশের হাতে ধরা পড়বেন।

 

যাযাদি / এম