নবীনগরে অধিক মূল্যে সয়াবিন বিক্রি: তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ১৪ মে ২০২২, ২২:০১

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

 

আজ শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (মি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসাইন নবীনগর পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ী আক্তার হোসেনের দোকানে অভিযান চালিয়ে ওই দোকানে হাজার লিটার সয়াবিন তেল মজুদ দেখে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, একই বাজারের তাপস সাহার দোকানে অভিযান চালিয়ে চালিয়ে ওই দোকানে ৪শত লিটার সয়াবিন মজুদ দেখে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং দুলাল সাহার দোকানে অভিযান চালিয়ে ওই দোকানে ৬শত লিটার সয়াবিন তেল মজুদ দেখে তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  পরে তিনি ওই তিন দোকানীকে মজুদ থাকা হাজার লিটার সয়াবিন তেল সঠিক মূল্যে বিক্রি করার জন্য নির্দেশ দেন।

 

ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারি কমিশনার (মি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী  তিন দোকানীকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ওই তিন দোকানে মজুদ থাকা হাজার লিটার সয়াবিন সঠিক মূল্যে বিক্রি করার নির্দেশ দেন।

 

যাযাদি/ এম