মৌলভীবাজারে মোস্তফা একাডেমির অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

প্রকাশ | ১৫ মে ২০২২, ১৯:১৭

স্টাফ রিপোর্টার,মৌলভীবাজার

মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমীর উদ্যোগে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল, ক্লাসে সর্বোচ্চ উপস্থিত পুরস্কার  প্রদান  অভিভাবক সমাবেশ রোববার ১১টায়  প্রতিষ্ঠানের হলরমে  অনুষ্ঠিত হয়।

 

একাডেমির প্রিন্সিপাল  মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে বর্ষণমুখর দিনে অনুষ্ঠিত  প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য  মোঃ আলা  উদ্দিন শাহঅভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডেন্টিস্ট  চিকিৎসক ডাঃ রেজাউল আহমদ, বিশিষ্ট ব্যাংকার  আব্দুল্লাহ আল কায়েফ শেখ, মো মাহবুবুর রহমান টিটু,আমিরুল ইসলাম সাইদুর রহমান। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমীর  সিনিয়র শিক্ষক  রাশিদ আহমেদ আখন্দ    সৈয়দা উম্মে কাউসার নাদিয়া।

 

সূরাতুল ফাতেহা অর্থসহ কোরআন তেলাওয়াত পেশ করেন  ষষ্ঠ শ্রেণীর ছাত্র পারভেজ  উদ্দিন। ইসলামিক সংগীত পেশ করেন আহসান ইব্রাহিম জিদান, সামিউল আলিম শাহী, মুমতাহিনা,আয়াতুল ইসলাম সিয়াম, তাহমিদ বেলাল আইয়ান, রাইয়ান হোসাইনশাহ আব্দুল্লাহ আল মাহদী।

 

আনন্দঘন অনুষ্ঠানে গজল পরিবেশন করেন আহমদুর রহমান আরিয়ান, তানজিল হাসান  তাসনিম,সানিয়া আক্তার মুন্নি, হালিমাতুস সাদিয়া সায়মা, ফাইজা তারান্নুম বুশরা।ছাত্র-ছাত্রীদের উপস্থাপনা ছিল কবিতা আবৃত্তি। এতে অংশগ্রহণ  করেন  মোহাম্মদ আলী, সারফরাজ রেজা, ইউসুফ ইব্রাহিম জিয়াদ, তাবাসুম ফেরদাউস তানিসা,আব্দুল্লাহ আল সাইফ, আলভী রহমান, রহিমা জান্নাত, তিশা ইসলাম, আফিফা চৌধুরী, ফেরদৌসী জান্নাত ঝুমা আক্তার প্রমুখ।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত  অতিথিবৃন্দ ক্লাসে সর্বোচ্চ উপস্থিতি  পুরস্কার প্রদান করেন। শ্রেণি শিক্ষকগণ ছাত্র -ছাত্রীদের হাতে প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট কার্ড প্রদান করেন।

 

যাযাদি / এস এস