হালদায় দেখা মিলছে না মাছের কাংঙ্খিত ডিম

প্রকাশ | ১৬ মে ২০২২, ১৪:৩০

রাউজান(চট্টগ্রাম)  প্রতিনিধি

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে শত শত মৎস্যজীবি উৎসবমুখর পরিবেশে  জাল পেতে বসেছে মা ডিম সংগ্রহের আশায় গতকাল ১৬ মে সোমবার সকাল থেকে নদীর আজিমের ঘাট থেকে গড়দুয়ারা মোবারকখীল পর্যন্ত এলাকায কয়েকশ নৌকা বাশের ভেলা থেকে জাল ফেলে বসে থাকতে দেখা গেছে বেলা দুটা

 

পর্যন্ত তবে কেউ জালে আটকাতে পারেনি কাংঙ্খিত ডিম মৎস্যজীবিরা বলছে যতটুকু ডিম জালে আটকাতে পাচ্ছেন তা নমুনা ডিম বলা যেতে পারে তাদের আশা বিকালে ভাটার টান শুরু হলে ডিমের মাত্রা বাড়তে পারে বলে কারো কারো ধারণা দুপুরে আজিমেরঘাট পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ  তারা মৎস্যজীবিদের সাথে কথা বলেন

 

যাযাদি/এসএইচ