ঘাটাইলে বনের ভিতরে সিসা কারখানা, হুমকিতে পরিবেশ

প্রকাশ | ১৭ মে ২০২২, ১৫:৫৭

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

 

 

 টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নে ফুল মালির চালা ভূইয়া বাড়ির  জমির উপর গড়ে  উঠেছে সীসা তেরি কারখানা। ফলে পরিবেশ বেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। ধ্বংস হয়ে যাছে বনের মুল্যবান গাছও বিভিন্ন জাতের ফল, হুমকির মুখে  পড়েছে গবাদী পশু।

 

সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাগরদিঘী ইউনিয়নে ফুলমালির চালা ভুইয়াবাড়ী জমির উপর সখিপুর এলাকার মন্টু এবং মনির হোসেনের আম বাগানের পাশে গাইবান্ধার তানভী হোসেন(৫০)ম্যানেজার রফিক দির্ঘদিন যাবৎ পুরাতন ব্যাটারী সংগ্রহ করে আগুনে পুড়িয়ে সীসা তৈরি করে আসছে। ফলে সীসা তৈরি চুল্লির আগুনের তাপে বিষাক্ত ধোয়ায় বনের মুল্যবান গাছ,গবাদী প্রাণির হুমকির মুখে পড়েছে। বিষাক্ত ধোয়ায় আশে পাশে প্রায় থেকে৪কি. মি. এলাকার জমির ধান,ফলদ বৃক্ষ নষ্ট হয়ে যাচ্ছে,ঝড়ে পড়ছে গাছের ফল। ফলে পরিবেশে বিপর্যয় দেখা  দিয়েছে।

 

আশারীয়া চালা গ্রামের হাবিবুর রহমান জানান, ব্যাটারি থেকে সীসা তৈরি কারখানার বিষাক্ত ধোঁয়ার গবাদী পশু মানব দেহে ক্ষতিকর প্রভাব পরছে, সেই সাথে জমির ধানও বিভিন্ন জাতের ফল  নষ্ট হয়ে যাচ্ছে সীসা তৈরীর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি করেন।

  বিষয়ে বনবিভাগের ধলাপাড়া রেঞ্জকর্মকর্তা মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে জানান সীসা তৈরি কারখানা  বনবিভাগের আওতায় থাকলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তবে বিষয়টি সম্পূর্ণ পরিবেশ অধিদপ্তরের।

 

বনের ভিতরে সীসা তৈরি কারখানার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)ফারজানা ইয়াসমিন জানান,বিষয়টি আমি জানি না।’

 

যাযাদি/ এম