মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশ | ১৭ মে ২০২২, ১৭:৩৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

 

 

নওগাঁর মান্দায় “পরানপুর  উচ্চ বিদ্যালয় এর দ্বি-বার্ষিক ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পরানপুর ইউনিয়নের পরানপুর উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলে একটানা ভোটগ্রহণ।

এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ১০ এবং সংরক্ষিত মহিলা আসনের ২ জন সর্বমোট ১২ জনের  মধ্যে ২০৫ টি ভোট পেয়ে দেলোয়ার হোসেন  ,১৬৮ টি ভোট পেয়ে আব্দুর রাজ্জাক ,১৩৭টি ভোট পেয়ে খোরশেদ আলী  এবং ১২৩ টি ভোট পেয়ে বিদ্যুৎ হোসেন ,সংরক্ষিত মহিলা আসনে ১৮৪ টি ভোট পেয়ে রেহেনা খাতুন নির্বাচিত হয়েছেন ।

অপরদিকে  শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় মাহফুজুর রহমান ও আব্দুর রহমান  এবং মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দিতায় লাভলী আক্তার  নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, পরানপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫০১ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মান্দা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার সরকার।

 

যাযাদি/ এসএস