সিরাজগঞ্জ বেলকুচিতে জনশুমারি ও গৃহ গননা ২০২২ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) দুপুরে বেলকুচি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আহম্মেদ আব্দুল্লাহ'র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় আয়োজকরা জানান, প্রতি দেশ বছর পর পর জনশুমারি হয়। বাংলাদেশে সর্বশেষ ২০১১ সালে হয়, সে অনুপাতে ২০২১ সালে এটি হওয়ার কথা থাকলেও ক্রোনার জন্য হয়নি। তাই ১ বছর পর ২০২২ সালে হচ্ছে। আগামী ১৫ থেকে ২১ জুন জনশুমারি ও গৃহ গননা এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে হবে।
যাযাদি/ এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd