শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
  ১৭ মে ২০২২, ২১:২৩

চুয়াডাঙ্গা জীবননগরে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের(বালক অনুর্ধ-১৭) উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় জীবননগর থানা পাইলট বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় সীমান্ত ইউনিয়ন কেডিকে ইউনিয়ন অংশ গ্রহণ করে

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে (অনুর্ধ্ব-১৭) বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক নান্দনিকবিকাশ খেলাধুলায় উৎসাহিত করে গড়ে তোলা এবং মাদকাসক্তি, জঙ্গিবাদ সহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানজাতীয় গোল্ডকার্প ফুটবল টুর্নামেন্ট (বালক) খেলার আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরিফুল ইসলাম

উপস্থিত ছিলেন জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীগ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল আব্দুল লতিফ অমল, জীবননগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম ছোটবাবু, সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাবুল ইসলাম মিল্টন, পৌর কাউন্সিলর আবুল কাশেম,জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ মুসা, সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব উদ্বোধনী খেলায় সীমান্ত ইউনিয়ন পরিষদ - গোলে কেডিকে ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে খেলায় প্রথমার্থে ১৭ মিনিটের মাথায় সীমান্ত ইউনিয়নের ৯নং জার্সিধারী ইজাজ আহাম্মেদ দলের পক্ষে প্রথম গোল করে ৭নং জার্সিধারী সালাম উদ্দীন ২৬ মিনিটের মাথায় ২য় গোল করে দলকে বিজয়ী করে দ্বিতীয়ার্ধে আর কোন পক্ষই গোল করতে না পারায় সীমান্ত ইউনিয়ন - গোল করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রবিউল ইসলাম রবি, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল হাই সাইদুর রহমান, ৪র্থ রেফারি হিসেবে ছিলেন আব্দুস সবুর আগামী কাল বুধবার সকাল সাড়ে ৭টায় জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাসাদাহ ইউনিয়ন মনোহরপুর ইউনিয়নের মধ্যে বিকাল সাড়ে ৪টায় উথলী ইউনিয়ন বাকা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হবে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে