​​​​​​​চুয়াডাঙ্গায় পাঁঠা পালনকারীদের প্রশিক্ষণ

প্রকাশ | ১৭ মে ২০২২, ২১:২২

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

 

 

চুয়াডাঙ্গায় ছাগল লালন-পালন ব্যবস্হাপনা প্রজনন কৌশল রেকর্ড সংরক্ষণ শীর্ষক পাঁঠা পালনকারীদের দু'দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুুষ্ঠিত হয়

 

চুয়াডাঙ্গায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে  মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন এবং সম্প্রসারণ প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ভেটেরিনারী ট্রেনিং ইনিস্টিটিউটের পরিচালক ডা. মোঃ গোলাম হায়দার

 

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণীসম্পদ দপ্তরের ট্রেনিং কর্মকর্তা ডা. মোঃ ওয়াহেদুল ইসলাম

 

প্রশিক্ষণ  কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ, চুয়াডাঙ্গা ছাগল উন্নয়ন খামারের প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আরমান আলি, চুয়াডাঙ্গা সরকারী মুরগী প্রজনন উন্নয়ন খামারের ব্যবস্হাপক মোঃ মোস্তাফিজুর রহমান আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি    

 

দু'দিন ব্যাপী প্রশিক্ষণে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর  কুষ্টিয়া জেলার ৪২ জন কে প্রশিক্ষণ দেয়া হয়

 

যাযাদি/এস