শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলামপুরে ৬ ইউপি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি
  ১৮ মে ২০২২, ১২:২৬

জামালপুরের ইসলামপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৪ সংরক্ষিত ৮৩ সাধারণ সদস্য পদে ২২১ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ১৫ জুন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত পদে ১৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জন, বেলগাছায় চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, চিনাডুলী চেয়ারম্যান পদে জন,সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, পাথর্শী চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত ১৬ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, নোয়ারপাড়া চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন, সাপধরী ইউনিয়নে চেয়ারম্যান পদে জন, সংরক্ষিত ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের (নৌকা) জন, সিপিবি (কাস্তে) জন, ইসলামী ঐক্যজোট (হাতপাখা) জন ২৫ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছে।

ভোটের মাঠের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ইসলামপুরের ইউনিয়নের মধ্যে চিনাডুলী পার্থশী রিটার্নিং কর্মকর্তা মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার জামান হোসেন চৌধুরী , কুলকান্দী বেলগাছা মোঃ মোক্তার হোসেন উপজেলা নির্বাচন অফিসার ইসলামপুর , মেলান্দহ উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার মাহমুদ সাপধরী নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র ১৭ মে দাখিলের শেষ দিন ছিলো। ১৯ মে বাছাই, প্রত্যাহার ২৬ মে এবং ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে