মেঘনায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে জেলে নিখোঁজ

প্রকাশ | ১৮ মে ২০২২, ১৬:৪৫

ভোলা  প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলায় বাগদা চিংড়ির রেনু  ধরতে গিয়ে মেঘনা নদীতে ডুবে মো. মঞ্জু  (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ মঞ্জু উপজেলার চাঁদপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।

বুধবার(১৮ মে) সকাল ৯টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ সুইজ ঘাট সংলগ্ন পল্টুন এর কাছে মাছ শিকারে গেলে নিখোঁজ হোন তিনি।  নিখোঁজ জেলের পুলিশ, কোস্টগগার্ড ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নিখোঁজ জেলে মঞ্জুর সন্ধান চালানো হচ্ছে। 

জানা যায়, বুধবার সকালে উপজেলার মেঘনার স্লুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি মেঘনা নদীতে বাগদা চিংড়ির রেনু শিকার করছিলেন  মজনু। হঠাৎ মেঘনার স্রোতের টানে মাঝ নদীতে ভেসে যান তিনি। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশের মাধ্যমে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম নিখোঁজ জেলে মঞ্জুকে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস সাব অফিসার সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. কামাল ইসলাম জাকির জানান, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে আমাদের একটি টিম নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পাশাপাশি  কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিমকে অবগত করেছি। তাদের ডুবুরির মাধ্যমে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

 

যাযাদি/ এসএস